Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

saba

পাতা

কী সেবা কীভাবে পাবেন

 

১। কৃষক/উদপাদকের নিকট থেকে খাদ্য শস্য সংগ্রহ করা, সরকারের আপদকালীন মজুদ গড়ে তোলা।

২। কৃষক/ উদপাদকের উদপাদিত খাদ্য শস্যের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত করা।

৩। খোলা বাজারে সরকারী ন্যায্য মূল্যে জনগনের মাধ্যমে খাদ্য শস্য বিক্রি করা।

৪। ফেয়ার প্রাইজের কার্ডের মাধ্যমে হত দরিদ্র জনগনের মধ্যে সুলভ মূল্যে ডিলারের মাধ্যমে চাল ও গম বিক্রি করা।

৫। ভিজিডি/ভিজিএফ এর মাধ্যমে দু:স্থ মাতা ও হত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে চাল/গম বিলি বিতরণ করা।

৬। জিআর খাতে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণি ঝড়, বন্যা, অগ্নিকান্ড ইত্যাদির কারনে ক্ষতি গ্রস্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সরকারী সাহায্য

    হিসাবে খাদ্য শস্য ও

    অন্যাণ্য ত্রান সামগ্রি বিলি বিতরন করা।

৭। টি আর খাতে রাস্তা ঘাট, মসজিদ, মন্দির, কবরস্থান, স্কুল, কলেজ, ইদগাহ মাঠ, খেলার মাঠ ইত্যাদি সংস্কারের জন্য সরকারের

   আদেশক্রমে সহায়তা প্রদান করা।

৮। কাবিখা খাতে স্থানীয় রাস্তা ঘাট উন্নয়ন/ সংস্কার সরকারের আদেশক্রমে সহায়তা করা।

৯। জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য সেবা করা।